মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হাসপাতালে পরিচয়হীন সেই শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পরিচয়হীন শতবর্ষী বৃদ্ধা জোসনা রানীর মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের অবজারভেশন কক্ষে তার মৃত্যু হয়। সন্ধ্যার পর বেওয়ারিশ হিসেবে ওই বৃদ্ধার লাশটি উপজেলার আনন্দনগর মহাশ্মশানে দাহ করা হয়। হাসপাতাল সূত্র বলছে, গত বছরের ১২ ডিসেম্বর হাসপাতালের জরুরি বিভাগের সামনে অসুস্থ ওই নারীকে পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে ওই দিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করে। সে সময় ওই নারীর মাথায় গুরুতর জখম ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পরিচর্যায় মাথার আঘাত শুকিয়ে এলেও হাঁটা-চলা করতে পারতেন না তিনি।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সেবিকা সিদ্দিকা জানান, ভর্তির দেড় মাসেও ওই নারীর     পরিচয় মেলেনি। হাতে শাঁখা থাকায় প্রাথমিকভাবে হিন্দু ধর্মাবলম্বী বলে ধারণা করা হয়েছে। নিজের নাম ‘জোসনা রানী’ ছাড়া অন্য কিছু বলতে পারতেন না ওই নারী। কিছু জিজ্ঞেস করলে শুধু খাবার চাইতেন। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় জানান, হাসপাতালে মারা যাওয়া বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। এ কারণে বৃদ্ধার লাশটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৎকার করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর