শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে নেতা-কর্মীদের নামে মামলার প্রতিবাদ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে আবার গায়েবি মামলা দেওয়া শুরু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মালোপাড়ার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিএনপি নেতারা। মিথ্যা মামলা, পুলিশি হয়রানি ও ১১ ফেব্রুয়ারির গণপদযাত্রার প্রস্তুতিমূলক সভায় পুলিশের বাধার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার। তিনি বলেন, ৩ ডিসেম্বরের পর থেকে ও প্রধানমন্ত্রীর রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমানসহ ২৫০-৩০০ জনের বিরুদ্ধে বিস্ফোরকসহ পাঁচটি মামলা করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী আসার আগে এবং পরে রাজশাহীতে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহারের ঘটনা ঘটেনি। কোনো ধরনের অস্ত্রের মহড়া বিএনপি দেয়নি। তার পরও শুধু রাজনৈতিক প্রতিহিংসাবশত পুলিশ এ ধরনের মামলা করছে। সংবাদ সম্মেলন থেকে এগুলো বন্ধ করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য রোকুনুজ্জামান আলম, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর