শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ১২টি থানা নিয়ে ডিএমপির আনুষ্ঠানিক যাত্রা হয়। বর্তমানে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। এতে একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত কমিশনার, ১২ জন যুগ্ম কমিশনার, ৫৭ জন উপকমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠা দিবস উদ্বোধন, র‌্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ৩টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হবে ডিএমপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। র‌্যালিতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করবেন। র‌্যালিতে থাকবেন ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ডদল, ডগ স্কোয়াড, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ অন্যান্য ইউনিটের সদস্যরা। ডিএমপিসূত্রে জানা গেছে, গত বছর ডিএমপি সাইবার অপরাধসংক্রান্ত ১৭১ মামলায় ১১৫ জন, ৩৫ মামলায় ৮৭ জঙ্গি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ হাজার ৩৫ মামলায় ২১ হাজার ৯৮০ জন, অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত মামলায় ৪১০ জন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২ হাজার ১০ মামলায় ১ হাজার ৭০৯ জন, ১৬৯ চোরাচালান মামলায় শতাধিক আসামিকে গ্রেফতার করেছে। এ ছাড়া ১৩,২৯১.৫ কেজি গাঁজা, ৫৫ কেজি হেরোইন, ৪০ লাখ ৯৩ হাজার ৬০০ পিস ইয়াবা, ৫৬ হাজার ৭৯৪ ক্যান বিয়ার, ৫১ হাজার ২৫৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২৫ বোতল বিদেশি মদসহ নতুন নতুন ভয়ংকর মাদকদ্রব্য, ৬৫টি আগ্নেয়াস্ত্র, ২৫২ রাউন্ড গুলি, ৪ হাজার ২৬৮ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইন অমান্যকারী যানবাহন ও চালকের বিরুদ্ধে গত বছর প্রায় ২ লাখ ৬৪ হাজার ই-প্রসিকিউশন ও প্রায় ৫৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে। ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ২ হাজার ৩৭৭ জন নারী ও শিশুকে সেবা প্রদান করেছে। ঢাকায় প্রতি রাতে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকেন। ঢাকা শহরে দেড় হাজারের বেশি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বিক নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে। বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বেও রয়েছে ডিএমপি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর