শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৬ ফুটের পরিবর্তে দেড় ফুট ড্রেন নির্মাণের চেষ্টা তোপের মুখে কাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশ অনুসারে ৬ ফুট ড্রেন নির্মাণের কথা থাকলেও দেড় ফুটের কাজের চেষ্টা চালিয়েছেন ঠিকাদার। অনিয়মের বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নয়াবাজার এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছিল। রাস্তার পাশের পুরনো ড্রেন ভেঙে ৬ ফুট প্রশস্ত করে নির্মাণের কথা। রহস্যজনক কারণে কয়েক মাস ধরে ড্রেন নির্মাণের কাজ বন্ধ ছিল। এদিকে বৃহস্পতিবার সকালে ড্রেনের অসমাপ্ত কাজ শুরু করেন ঠিকাদারের লোকজন। এ সময় পুরনো দেড় ফুটের ড্রেন না ভেঙে সেটির ওপর ৬ ফুট প্রশস্ত স্ল্যাব নির্মাণ কাজ শুরু করেন শ্রমিকরা। অনিয়মের বিষয়টি নজরে এলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। নয়াবাজারের ব্যবসায়ী তারেক আহমদ বাবুল জানান, প্রায় এক বছর ধরে ড্রেন নির্মাণের কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। কাজ সম্পূর্ণ করতে ঠিকাদারের লোকজনকে বারবার তাগিদ দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে তারা কাজ শুরু করেন। কিন্তু শ্রমিকরা ৬ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ না করে পুরনো দেড় ফুটের ওপর স্ল্যাবের ঢালাই দেন। ওপরে ৬ ফুটের স্ল্যাব দেখলে কেউ বুঝতেই পারবে না নিচে ড্রেন মাত্র দেড় ফুটের। এ অবস্থা দেখে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন মিলে কাজ বন্ধ করে দেন।

সর্বশেষ খবর