শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ

সিলেট বিএনপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি সফল করতে সিলেটের বিভিন্ন এলাকায় প্রচারণা ও মতবিনিময় করেছে জেলা বিএনপি। গতকাল জেলার বিভিন্ন ইউনিয়নে তদারকিমূলক সফর শেষে বিকালে দক্ষিণ সুরমায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ একদিকে বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ আজ অতিষ্ঠ। সার ও ডিজেলের অপ্রতুলতায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। তাই আন্দোলনের মাধ্যমে ১০ দফা দাবি বাস্তবায়ন করে এই সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, শামীম আহমেদ, আনোয়ার হোসেন মানিক, কোহিনূর আহমেদ প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর