সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বীরত্ব ও সাহসিকতার জন্য পদক পাচ্ছেন ৪০ জন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁও কোস্টগার্ড সদর দফতরে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত থাকবেন। বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য এ বছর ৪০ জন পদক পাচ্ছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের নবনির্মিত স্টেশন লক্ষ্মীপুরের দুটি ভবন (ভার্চুয়ালি) উদ্বোধন করবেন। পাশাপাশি তাঁর বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বর্তমান সরকার প্রবর্তিত বাংলাদেশ কোস্টগার্ড পদক ও বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক প্রদান করার কথা রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীর বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক প্রদান করার কথা রয়েছে। কোস্টগার্ড সদর দফতর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে কোস্টগার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর