সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে মিলনমেলা খুদে হাফেজদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মিলনমেলা খুদে হাফেজদের

পবিত্র কুরআনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এর চট্টগ্রাম বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের এলজিইডি ভবনের নিচতলায় সকাল থেকে প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন কুরআনে হাফেজরা। দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ছয়টি বুথে রেজিস্ট্রেশন করা হয় কুরআনের পাখিদের। এরপর ১০টা পাঁচ মিনিটে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে শুরু হয় অডিশন পর্ব। একসঙ্গে পাঁচজন প্রতিযোগী এ পর্বে বিচারকদের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে শোনান। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪০০ প্রতিযোগীর মধ্যে বাছাই পর্বে ৩০ জন নির্বাচিত হন। দ্বিতীয় অধিবেশনে সেখান থেকে বাছাই করে ১০ জনকে নির্বাচিত করা হয়। এরপর চূড়ান্ত পর্বে ঢাকা যাওয়ার জন্য নির্বাচিত করা হয় তিনজন খুদে হাফেজকে। প্রতিযোগিতার বিচারক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দিন কাসেম বলেন, ইতোমধ্যে সিলেট ও কুমিল্লার অডিশনে আমি গিয়েছি। মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে এ প্রতিযোগিতা। প্রথম পুরস্কার বিজয়ীর পরিবার, শিক্ষকসহ চারজন উমরার সুযোগ পাবেন। তাই প্রকৃত পুরস্কার ২০ লাখ টাকার বেশি। চট্টগ্রাম অডিশনের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিববুল্লাহ বাকী আল নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দিন কাসেম ও গুলশান মসজিদের খতিব মর্তুজা হাসান ফয়েজি। উপস্থাপনা করেন মাওলানা ইলিয়াস হাসান। প্রতিযোগিতায় নগরের হালিশহর দারুত তাহজিব হিফজ মাদরাসার দুজন শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য নিয়ে আসেন শিক্ষক মাওলানা নাছির উদ্দীন। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের এই আয়োজন ইসলাম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ খবর