সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী শুরু বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির কারণে তিন বছর পর শুরু হতে যাচ্ছে টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী। ১৭তম ডিটিজি মেলা বুধবার থেকে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হবে। মেলায় বিশ্বের ৩৫ দেশের ১ হাজার ২০০টি টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি কোম্পানি ১ হাজার ৬০০টি বুথে অংশগ্রহণ করবে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব কথা বলেন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন। তিনি বলেন, প্রদর্শনীতে অংশগ্রহণ করছে অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল, চায়না, ফ্রান্স, জার্মানি, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সিঙ্গাপুর, স্পেন, আয়ারল্যান্ডসহ আরও কয়েকটি দেশ। বিটিএমএ এবং হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করছে।

সর্বশেষ খবর