বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে তা দৃষ্টান্ত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে তা দৃষ্টান্ত : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যুগের প্রয়োজনে প্রেস কাউন্সিল আরও শক্তিশালী হবে। অনলাইন পত্রিকাগুলোও এর আওতায় আসবে। তিনি বলেন, সরকার গণমাধ্যমবান্ধব। বাংলাদেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নয়নশীল দেশের জন্য দৃষ্টান্ত। ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস’ উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর তোপখানা রোডে কাউন্সিলের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সভাপতিত্বে প্রেস কাউন্সিল সদস্যদের মধ্যে মোজাফফর হোসেন পল্টু, ইকবাল সোবহান চৌধুরী ও এম জি কিবরিয়া চৌধুরী সভায় বক্তব্য দেন। তথ্যমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন ভার্সনগুলোকে আইনের আওতায় আনা ও প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার লক্ষ্যে কাউন্সিলের সদস্যরাই কয়েক বছর ধরে অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে খসড়া আইন চূড়ান্ত করেছেন।

তিনি বলেন, ‘প্রেস কাউন্সিলের বেশির ভাগ সদস্য সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতা এবং পত্রিকার সম্পাদক। তারাই এটি চূড়ান্ত করেছেন। কিন্তু খসড়া চূড়ান্ত হয়ে যখন আইন প্রণয়নের দিকে যাচ্ছিল তখন এর বিরোধিতা শুরু হয়েছে। সব দেশেই আইন সংশোধন করা হয়, অথচ বাংলাদেশে আইন যুগোপযোগী করতে গেলেই একটা পক্ষ এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আশা করি প্রকৃত সাংবাদিকরা এ বিষয়ে এগিয়ে আসবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর