শিরোনাম
বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি খেলাফত আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, বিতর্কিত সব পাঠ্যপুস্তক বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত আন্দোলন। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন দলের আমির আতাউল্লাহ হাফেজ্জী। সমাবেশে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনার সঙ্গে সংগতি রেখে শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। আরও বক্তব্য দেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জালাল উদ্দীন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, আতিকুর রহমান নান্নু মুন্সি, মুফতি সুলতান মহিউদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর