শিরোনাম
বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাজধানীর রেলওয়ে কলোনির শ্রমিক ক্লাবে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনি শ্রমিক ক্লাবের পরিত্যক্ত কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম দ্বীন ইসলাম (৫৫)।

সোমবার রাতে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। গতকাল শাহজাহানপুর থানার এসআই আল-আমিন জানান, ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মরগং গ্রামের বাদশা মিয়ার ছেলে। এদিকে রাজধানীতে আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যুর তথ্য জানিয়েছে ঢামেক সূত্র। জানা যায়, সোমবার রাতে কামরাঙ্গীরচরের মাদবর বাজারে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিদ্দিকুর পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন। রাতে কাঠ কেনার জন্য কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় আসেন। কাঠ কিনে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিদ্দিকুর রহমানের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উরবির চর গ্রামে। থাকতেন কামরাঙ্গীরচর রনি মার্কেট কাঠপট্টি এলাকায়। এ ছাড়া সোমবার রাতে নিপাহ ভাইরাসে আক্রান্ত শাহ আলম (২২) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর