বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভুয়া জামিনাদেশ তৈরি সাবেক কারারক্ষীসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টের ভুয়া জামিনাদেশ তৈরি চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- হাই কোর্টের সাবেক জমাদার দাউদ এলাহী, সাবেক কারারক্ষী শেখ আবদুল মাজেদ ও আশরাফুজ্জামান ওরফে রনি। সোমবার রাত সাড়ে ৩টায় তাদের মাগুরা থেকে গ্রেফতার করা হয়।

গতকাল সিআইডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২০১১ সালে মাগুরা জজ কোর্ট পরিদর্শনের সময় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি এবং বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কিছু মামলার নথি পরীক্ষা করে দেখেন। তিনি তখন দেখতে পান, ১১টি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের জামিন আদেশ প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বিষয়টি হাই কোর্টের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার মাহফুজুল করিম আকন্দকে অনুসন্ধান করার নির্দেশ দেন। তদন্তের পর রফিক ও দাউদ এলাহীকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর শাহবাগ থানায় ২০১৫ সালের ২০ মে একটি মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর