রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর মাহফিল সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘বিবর্তনবাদসহ নাস্তিক্যবাদী’ পাঠ্যপুস্তক বাতিল ও সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ২৫ ফেব্রুয়ারি দেশের সব থানা এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল সকালে বরিশালের চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলে সমাপনী বয়ানে এ ঘোষণা দেন দলটির আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি আরও বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে।

পরে আখেরি মোনাজাতে পীর চরমোনাই মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা, তুরস্ক-সিরিয়াসহ বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এর আগে ১৫ ফেব্রুয়ারি দুপুরে মাহফিলের সূচনা করেন পীর চরমোনাই। এবারের মাহফিলে আটজন মুসল্লির মৃত্যু হয়েছে বলে মাহফিলের মিডিয়া কমিটি সূত্রে জানা গেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর