শিরোনাম
সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বইমেলায় পুরনো উপন্যাসের চাহিদা

মোস্তফা মতিহার

বইমেলায় পুরনো উপন্যাসের চাহিদা

অমর একুশে বইমেলার ১৯তম দিনে গতকাল দেখা গেছে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে পুরনো উপন্যাস কিনছেন পাঠকরা। গতকাল মেলায় নতুন বই এসেছে ৭৫টি। ১৯ দিনে মোট বই এসেছে ২৮৩টি। এদিকে মাকিদ হায়দারের ‘নির্বাচিত কলাম’ বইটি মেলায় এসেছে। বিচিত্র বিষয় নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত তার ৩৬টি নির্বাচিত লেখা নিয়ে বইটি প্রকাশ করেছে আনন প্রকাশন। প্রচ্ছদ মোস্তাফিজ কারিগর। দাম ৪৪০ টাকা। এছাড়া এবারের মেলায় প্রকাশ পেয়েছে নাট্যকার ড. মুকিদ চৌধুরীর চারটি বই। বইগুলো হলো আগামী প্রকাশনী প্রকাশিত জার্মানি বিবর্তনের ইতিহাসের বই ‘জার্মানি (অতীত ও বর্তমান)’, বইটির মূল্য ১৮০০ টাকা। অনিন্দ্য প্রকাশ এনেছে ‘জার্মান সাহিত্য (প্রারম্ভ থেকে অধুনা)’, বইটির দাম ৩৫০ টাকা। একই প্রকাশনী এনেছে লেখকের আরেক বই ‘আটই ফাল্গুন’। প্রতিকথা প্রকাশনী এনেছে ‘কলকাতায় মির্জা গালিব’, বইটির মূল্য ৩০০ টাকা। সংশ্লিষ্টরা জানান, তথ্যের সমৃদ্ধি ও ইতিহাসের পর্যালোচনা এবং গুণগতমানের কারণে প্রতিটি বই খুব ভালো বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর