রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জেলগেট থেকে নিখোঁজ দুই যুবক বাড়ি ফিরেছেন

লালমনিহাট প্রতিনিধি

মামলায় খালাস পেয়ে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার পর নিখোঁজ দুই যুবক পরিবারের কাছে ফিরেছেন। তারা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝারা গ্রামের মেহেদী হাসান (২৭) এবং কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সুন্দ্রাহবি গ্রামের জামাল উদ্দিন (৩২)। জামাল ঢাকার একটি কলেজে এমএ অধ্যয়নরত আর মেহেদী লালমনিরহাটে একটি মাদ্রাসায় ফাজিলে অধ্যয়নরত। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দুই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করে। তাদের পরিবার বিষয়টি  নিশ্চিত করেছে। গত ২১ ফেব্রুয়ারি দুপুরে জেলগেট থেকে মুখোশপরিহিত একদল লোক তাদের উঠিয়ে নিয়ে গিয়েছিল বলে পরিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছিল। পরে জানা গেছে, জিজ্ঞাসাবাদ করার জন্য একটি আইনশৃঙ্খলা বাহিনী তাদের উঠিয়ে নিয়েছিল। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে দায়ের হওয়া মামলা থেকে ওই দুই যুবক বেকসুর খালাস পান। লালমনিরহাট দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান গত ১৯ ফেব্রুয়ারি এই রায় দেন। মেহেদীর বাবা আব্দুল লতিফ  বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একটি আইনশৃঙ্খলা বাহিনী তার ছেলে মেহেদী ও জামাল উদ্দিনকে তাদের হাতে তুলে দিয়েছেন।

গতকাল বিকালে তাদের নিয়ে বাড়ি ফিরেছেন বলে তিনি জানান। আবুল কালাম আজাদ তার ছোট ভাই জামাল উদ্দিনকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর