রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পিলখানা হত্যায় সার্বভৌমত্ব মাটিচাপা দেওয়া হয়েছে : ১২ দল

নিজস্ব প্রতিবেদক

দেশের সামরিক বাহিনীকে মেধাশূন্য করার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতারা। তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। সেদিন শুধু সেনা কর্মকর্তাদের হত্যা করে মাটিচাপা দেওয়া হয়নি, দেশের সার্বভৌমত্ব মাটিচাপা দেওয়া হয়েছে। রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গতকাল ২৫ ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ.এস.এম শামীম।

সভায় বক্তৃতা রাখেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক, মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, কারি আবু তাহের, আবদুল গণি, আজহারুল ইসলাম, মাওলানা আবদুল করীম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর