রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিশ্বের সেরা গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সেরা গ্রিন ফ্যাক্টরির প্লাটিনাম স্বীকৃতি পেল বাংলাদেশি কারখানা ‘গ্রিন টেক্সটাইল লিমিটেড’। কারখানাটির ৪ নম্বর ইউনিট ১১০ পয়েন্টের মধ্যে রেকর্ড ১০৪ পয়েন্ট পেয়ে এই স্বীকৃতি পেয়েছে। গতকাল বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা যায়। ময়মনসিংহ জেলার ভালুকায় অবস্থিত কারখানাটি প্লাটিনাম ক্যাটাগরিতে টেকসই উন্নয়নে ১০ পয়েন্টে ১০, পানির দক্ষতায় ১১ পয়েন্টে ১১, এনার্জি অ্যান্ড অ্যাটমোসপিয়ারে ৩৩ পয়েন্টে ৩২, উপাদান ও গবেষণায় ১৩ পয়েন্টে ১১, ভিতরের পরিবেশ ১৬ পয়েন্টে ১৪, উদ্ভাবনে ৬ পয়েন্টে ৬, আঞ্চলিক অগ্রাধিকারে ৪ পয়েন্টে ৪, অবস্থান ও পরিবহনে ২০ পয়েন্টে ১৫, সমন্বিত প্রক্রিয়ায় ১ পয়েন্টে ১ পেয়ে অর্থাৎ সর্বমোট ১১০ পয়েন্টের মধ্যে ১০৪ পয়েন্ট পায়। বিজিএমইএ নেতারা বলেন, ‘বিশ্বের প্রথম ১০০টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে অর্ধেকই বাংলাদেশের। প্রথম ১০টির মধ্যে অন্তত প্রথম সাতটি বাংলাদেশের। গ্রিন ফ্যাক্টরির যে মার্কিং পয়েন্ট তা হলো ১১০। এর আগে যেটি প্রথম ছিল, সেটি ছিল ইন্দোনেশিয়ার একটি ফ্যাক্টরি। যার পয়েন্ট ছিল ১০১। এই প্রথম বাংলাদেশের এ ফ্যাক্টরিটি এই স্বীকৃতি অর্জন করেছে। এটা বাংলাদেশ তো বটেই বিশ্বের মধ্যেই বিরল। আমরা এই কারখানা নিয়ে গর্বিত। আশা করছি আমরা এই জায়গাটা ধরে রাখতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর