রাজধানীর ধলপুরে আউটফল তেলেগু কলোনির সব বাসিন্দা আবাসনের আওতায় আসছে। ধলপুরের ১৪ নম্বর আউটফল ও সিটি পল্লীতে ১২ ফেব্রুয়ারি উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় ৫০টি বাড়িসহ প্রায় হাজারখানেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময় সেখান থেকে আবাসন হারানো সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত কর্মচারীরাও এই আবাসনের আওতায় আসছেন। উদ্ধার হওয়া স্থানে তাদের আবাসনের জন্য ১০টি ১০…