শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে : জি এম কাদের

লালমনিরহাট প্রতিনিধি

শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে : জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এসব ঠিকভাবে দেখভাল হচ্ছে না। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। গতকাল দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সব জায়গায় লোক আছে। জাতীয় নির্বাচনে একক প্রার্থী দিয়ে নির্বাচনের লক্ষ্যে রাজনীতি ও সংগঠনকে শক্তিশালী গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জি এম কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব মন্ত্রণালয়ের হযবরল অবস্থা হয়ে পড়েছে। অব্যবস্থাপনার কারণে মন্ত্রণালয়গুলো অস্বাভাবিকভাবে ভেঙে পড়েছে। সরকারের উচিত এসব কঠোর নজরদারি করে নিয়ন্ত্রণে আনা। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে জি এম কাদের বলেন, প্রতিনিয়তই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। যার ফলে বিভিন্ন কারখানা ও ব্যবসা-বাণিজ্য লোকসানের দিকে। অনেক মানুষ বেকার হয়ে পড়ছেন। বরাবরই সরকারকে এ বিষয়ে খেয়াল করার জন্য আমরা বলেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিদ্যুতের দাম বৃদ্ধি করা সরকারের চরম ব্যর্থতা।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলীর সভাপতিত্বে সভায় জেলার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হকসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর