রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পোশাক শ্রমিকদের অবরোধে দুই ঘণ্টা বন্ধ বনানীর সড়ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় অ্যাপারেল গার্মেন্টের এক পোশাককর্মী আহত হন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন ওই কারখানার শ্রমিকরা। গতকাল সকাল পৌনে ৮টায় বনানীর সড়কের উভয় লেন অবরোধ করে রাখেন তারা। এতে অনেক মানুষ সড়কে আটকা পড়েন, ফলে ভোগান্তিতে পড়া জনগণকে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। পরে ট্রাফিক পুলিশের অনুরোধে সকাল ১০টায় সড়ক ছেড়ে চলে যান শ্রমিকরা। পরে বনানীর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে প্রায় ২ ঘণ্টার সড়ক অবরোধের কারণে বনানী ও পার্শ্ববর্তী এলাকার সড়কে দেখা দেয় তীব্র যানজট। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) আবদুল মোমেন জানান, সকালে একটা দুর্ঘটনা ঘটে। একটি বাসের ধাক্কায় পোশাককর্মী আহতের ঘটনার পর ওই কারখানার কর্মীরা সড়ক অবরোধ করেন। এ কারণে দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজুর রহমান জানান, সকাল সোয়া ১০টায় ট্রাফিক পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর