মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এনজিও কর্মী চম্পা চাকমা হত্যায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী চম্পা চাকমাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এনামুল হক নামে এক গ্রাহককে অভিযুক্ত করে হত্যা মামলা করা হয়েছে। চম্পা চাকমার বোন জামাই সোহেল চাকমা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় রবিবার রাতে এ মামলা করেন। চম্পা রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের শান্তিময় চাকমার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে পদক্ষেপ নামে একটি এনজিওতে রাঙ্গুনিয়ায় কর্মরত ছিলেন। রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, অভিযুক্ত এনামুল হককে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় ব্যবহৃত ছুরি পুলিশ উদ্ধার করেছে। এনামুল উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, এনামুল তার বোনের মাধ্যমে ওই এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ওই ঋণের একটি কিস্তি দেওয়ার কথা থাকলেও তিনি পরিশোধ করতে পারেনি। চম্পা ঋণের কিস্তির টাকা পরিশোধে বারবার তাগাদা দিচ্ছিলেন। এজন্য ক্ষিপ্ত হয়ে এনাম রবিবার রাত ৮টার দিকে চম্পাকে ছুরিকাঘাত করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর