শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এইচএসসিতে চ্যালেঞ্জ করে পাস করল ৪৫৭ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের চ্যালেঞ্জ করে ফেল থেকে নতুন করে পাস করল ৪৫৭ জন পরীক্ষার্থী। এ ছাড়া আর ৪০১ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা বোর্ড পুনর্নিরীক্ষণে ফল প্রকাশ করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড তাদের ফল ওয়েবসাইটে প্রকাশ করেনি বলে জানা গেছে। গতকাল বিভিন্ন শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করেছে। দেখা গেছে, ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৪৫ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন। রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৪ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। এর মধ্যে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন। যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৩ জন পরীক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৭৪ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন।

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২০ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৯ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১১ জন। দিনাজপুর বোর্ডের ফেল থেকে পাস করেছেন ৬৪ জন পরীক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন। ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন নয়জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৭ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ১৫ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর