রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাত পা দুই মাথা ও চার কান নিয়ে বাছুরের জন্ম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় সাত পা, দুই মাথা ও চার কান নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। গতকাল সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক  সোহেল মৃধার একটি গাভী এমন ব্যতিক্রমী বাছুর প্রসব করে। বাছুরটি দেখতে ভিড় জমান উৎসুক গ্রামবাসী। তবে জন্মের তিন ঘণ্টা পরই সেটি মারা যায়। গাভীটিরও অবস্থা ভালো না। সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কৃষক সোহেল মৃধা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সোহেল মৃধার ১৩টি গরু রয়েছে। এর মধ্যে একটি গাভী বাছুর প্রসব করে। বাছুরটি সাতটি পা ও দু’টি মাথা ছিল। এছাড়া এটির চারটি কান, দু’টি মুখ। জন্মের মাত্র তিন ঘণ্টা পরই সেটি মারা গেলে মাটিচাপা  দেওয়া হয়। কলাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, কনজেনিক্যাল ডিফেক্টের কারণে এমন বাছুর জন্ম নিতে পারে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর