বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তার নাম সাদ্দাম হোসেন তালুকদার (২৫)। সাদ্দাম ট্রাকের চালকের সহযোগী ছিলেন। গতকাল ভোরে মুগদার বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার এসআই মো. মুবায়দুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। ভোরে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়েছিলেন ওই ট্রাক চালকের সহযোগী সাদ্দাম। এ সময় হঠাৎ করে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। এ ঘটনায় হিমেল নামে এক শ্রমিক আহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। সিলিন্ডারে গ্যাসের প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মৃতের চাচাতো ভাই মামুন তালুকদার বলেন, ট্রাকটি ভাটারা এলাকায় মালামাল আনলোড করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মুগদায় সিএনজি পাম্প থেকে গ্যাস নিচ্ছিল।

এ সময় দুর্ঘটনায় শিকার হয়ে তিনি মারা যান। সাদ্দাম তিন বছর ধরে ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। বর্তমানে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের একটি মেসে থাকতো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর