সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ছাত্রী হেনস্তার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন নেছা মুজিব হলে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। তুচ্ছ ঘটনায় ওই ছাত্রীকে হুমকির পাশাপাশি মারতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী মুনিয়া আক্তার যূথীর বিরুদ্ধে। গতকাল এ বিষয়ে হল প্রভোস্ট বরাবর অভিযোগপত্র জমা দিয়েছেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। অভিযোগপত্রে উল্লেখ করা হয়- কিছু সমস্যা সমাধানের জন্য শনিবার রাতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সমস্যার বিষয়ে সবার মতামত চাওয়া হলে কয়েক শিক্ষার্থী যে সিদ্ধান্ত দেন তার ব্যাপারে বেশির ভাগ ছাত্রী আপত্তি করেন। এর প্রেক্ষিতে ভুক্তভোগী ছাত্রী ভোটের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে বলেন। কিন্তু মুনিয়া আক্তার যূথী বলেন, আমাদের সিদ্ধান্ত মানতেই হবে। এর পরিবর্তন হবে না। এমনকি উপাচার্য এসেও পরিবর্তন করতে পারবেন না।

এর পরই ওই ছাত্রীকে মারার জন্য উদ্যত হয়ে তার দিকে তেড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েক শিক্ষার্থী মুনিয়ার পক্ষ নেন। তখন ভুক্তভোগী ছাত্রীর রুমমেটরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যান। ওই ছাত্রী বাংলাদেশ প্রতিদিনকে জানান, সামান্য বিষয় নিয়ে আমাকে যে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে তা খুবই অমানবিক। মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত। এ ঘটনার রেষে আবারও আক্রমণের শিকার হতে পারি বলে আশঙ্কা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর