বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মহেশখালীতে স্থাপনা উচ্ছেদ উদ্ধার হলো বনাঞ্চল

বন ধ্বংস করে চিংড়ি ঘের

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার পশ্চিমে প্যারাবন নিধন করে গড়ে তোলা চিংড়ি ঘেরে অভিযান চালিয়েছে উপকূলীয় বন বিভাগ। এ সময় ৫০ একরেরও গভীর বনাঞ্চল উদ্ধার এবং বনের জায়গায় গড়ে তোলা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

কক্সবাজার উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এসিএফ শেখ আবুল কালাম আজাদ গতকাল জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিমে আমাবশ্যাখালী মৌজায় অবস্থিত বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট তথা প্যারাবন কেটে অবৈধ বাঁধ দিয়ে চিংড়ি ঘের করে আসছিল। এ ব্যাপারে উপকূলীয় বন বিভাগ তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। এরপর বন বিভাগের কর্মকর্তা ও বনকর্মীরা ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে উপকূলীয় বন বিভাগের জমি দখল করে চিংড়ি ঘের নির্মাণের অপচেষ্টা ভ-ুল করে দিয়েছে। অভিযান চলাকালে দুষ্কৃতকারীরা বনকর্মীদের ওপর হামলা চালালে বন বিভাগের কর্মীরা ফাঁকা গুলি ছুড়ে তাদের তাড়িয়ে দেয়। পরে বেড়িবাঁধ কেটে দিয়ে পানির প্রবাহ পুনঃস্থাপন করে প্রায় ৫০ একর প্যারাবনের জমি উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর