বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রংপুরে একটি মার্কেটেও নেই যথাযথ অগ্নি প্রতিরোধ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বাণিজ্যিক মার্কেট ও মেগা মলগুলোর একটিতেও নেই যথাযথ অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা। ফলে মার্কেটগুলোর কোটি কোটি টাকার সম্পত্তির পাশাপাশি অসংখ্য মানুষ রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। মার্কেট ও ভবন মালিকরা আইন মেনে ভবন তৈরি না করার ফলেই এমন ঝুঁকির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানান, ‘অগ্নি প্রতিরোধ ও অগ্নি হইতে উদ্ধার আইন’ অনুসারে এসব বহুতল ভবন ও মার্কেটে নিজস্ব স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পাম্প, রাইডার, গ্যাস মাস্কসহ কয়েকরকম ডিটেক্টর, আলাদা বহির্গমন পথ, ভবনের ওপরে ও নিচে সংরক্ষিত পানির ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশারসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়নি। কোথাও কোথাও লোক দেখানো দু-একটি ফায়ার এক্সটিংগুইশার ঝোলানো থাকলেও এসবের কোনোটি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বারবার তাগদা দিয়ে চিঠি দিলেও ভবন ও মার্কেট কমিটির পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

রংপুরের ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো হচ্ছে : নবাবগঞ্জ বাজার, ছালেক মার্কেট, সুপার মার্কেট, নিউমার্কেট, মোতাহার কমপ্লেক্স, মিনি মার্কেট, কালেক্টরেট শপিং কমপ্লেক্স মার্কেট, এরশাদ হকার্স মার্কেট, জাহাজ কোম্পনি মার্কেট, জামাল মার্কেট, জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেট, সিটি বাজার, সিটি পার্ক মার্কেটসহ, সাত মাথা, টার্মিনাল, মডার্ন মোড়ে আরও একাধিক মার্কেট মারাত্মক অগ্নিঝুঁকিতে রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর