শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় লিটল ম্যাগাজিনের প্রদর্শনী, সম্মাননা প্রদান

সাংস্কৃতিক প্রতিবেদক

২০২২ সাল থেকে লিটল ম্যাগাজিনের প্রদর্শনী সম্মাননা প্রদান করছে শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে প্রদান করা হয়েছে এবারের ‘লিটল ম্যাগাজিন’-এর সম্মাননা। এবারের সম্মাননাপ্রাপ্ত লিটল ম্যাগাজিনগুলো হলো নিসর্গ, অনিন্দ্য, অরণিকা, নান্দীপাঠ, পুষ্পকরথ, গৌড়লিপি। সম্মাননাপ্রাপ্তদের প্রত্যেককে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ৫০ হাজার টাকা মূল্যমানের চেক, সনদপত্র, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রবন্ধ পাঠ করেন সাময়িকপত্র গবেষক ড. ইসরাইল খান। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

লিডারশিপ উইথ সোল : বাংলাদেশে প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে বহুজাতিক কোম্পানি ইন্টারটেকের সিইও এন্ড্রি ল্যাকরোকসের বই ‘লিডারশিপ উইথ সোল’। এ বইটি বিশ্বব্যাপী বিপণন ও করপোরেট জগতের কর্তাব্যক্তিদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন লেখক এন্ড্রি ল্যাকরোকস। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্ল রুমে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর