শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভিজিডি কার্ড দেওয়ার নামে অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার তেরখাদা ছাগলাদাহ ইউনিয়নে সরকারি সহায়তার ভিজিডি কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিটি কার্ড বাবদ ৪ হাজার টাকা করে আদায় করা হয়।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ছাগলাদাহ ইউনিয়নের কুমিরডাঙ্গা গ্রামের মো. আকরাম বিশ্বাস জানান, ভিজিডি কার্ডের জন্য তিনি চার মাস আগে অনলাইনে আবেদন করেন। ওই আবেদনের কপি ইউনিয়ন পরিষদে জমা দিতে গেলে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল শেখ ভিজিডি কার্ড পেতে খরচের কথা বলে তার কাছ থেকে ৪ হাজার টাকা নেন। কিন্তু এখনো পর্যন্ত ভিজিডি কার্ড দেননি। এর আগে ২ এপ্রিল কুশলা গ্রামের মো. মঞ্জুর সরদার খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগে জানান, তার মাধ্যমে চারজনের ভিজিডি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৬ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। ভিজিডি কার্ড না দেওয়ায় ওই টাকা ফেরত চাইলে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন, ‘এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।

সর্বশেষ খবর