শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চট্টগ্রামের মাদারবাড়ীতে ফ্রি ইফতার করেন ২০০ পথচারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাহরিতে যেটা খান না কেন দিনশেষে ইফতার সময়ে তৃপ্তি ভরে ইফতার খেতে পারেন না নগরের ভ্রাম্যমাণ পথচারীরা। শুধু পথচারীরা নন, ভাসমান রোজাদারদের জন্য ইফতার আয়োজন করছেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। প্রথম রমজান থেকে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ রোজাদারকে ইফতার করানো হয়। ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের শোভনীয়া ক্লাবের সভাপতি শাহ আলম ও সাধারণ শফিকুল আলম জুয়েল রোজারদের ইফতার করানোর পরিকল্পনা নেন। তারই অংশ হিসেবে প্রথম রোজায় আমরা যখন ফ্রি ইফতার আয়োজন শুরু করি তখন ছিল মাত্র  ৫০ জনের মতো। দিন দিন রোজাদারদের সংখ্যা বাড়ছে। যতই বাড়বে আমাদের আয়োজনও তত বাড়বে। পবিত্র রমজান মাসে রোজারদের ইফতার করানোর এ সৌভাগ্য সবার হয় না, আমরা সে সৌভাগ্যবান। মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের অফিসে গিয়ে দেখা যায়, সপ্তাহে প্রতিদিন ভ্রাম্যমাণ পথচারী ও ভাসমান ২০০ রোজাদারের জন্য ইফতারির আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর