শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে রাজশাহীর জনজীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ওপর দিয়ে তাপপ্রবাহ চলছে। টানা তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আকাশ থেকে যেন আগুন ঝরছে চৈত্রেই। তীব্র গরমের দাপটে রোজাদারদের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। গরমের তীব্রতায় দুপুর হলেই সড়কে মানুষ ও যানবাহন চলাচল কমে আসছে। এতে ঈদের কেনাকাটায়ও ছেদ পড়ছে। বাইরে বের হলেই চোখেমুখে যেন আগুনের আঁচ লাগছে। বৃষ্টি নেই, বাতাস নেই। তার ওপর ঠিকমতো থাকছে না বিদ্যুতও। রোদ, গরম আর লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠেছে মানুষ। গত কয়েকদিন থেকেই রাজশাহীতে তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আটকে আছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি ওপরে উঠলে বলা হয় মাঝারি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর