শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শ্রিংলার জীবনীগ্রন্থ ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’ প্রকাশিত

কলকাতা প্রতিনিধি

শ্রিংলার জীবনীগ্রন্থ ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’ প্রকাশিত

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার জীবনীগ্রন্থ ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’ (আকস্মিক উত্থান নয়)-এর প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল দার্জিলিংয়ে। মি. শ্রিংলা এখন ভারতে জি-২০ প্রেসিডেন্সির প্রধান সমন্বয়ক পদে কর্মরত। গ্রন্থকার ড. দীপমালা রোকা এই বইতে দার্জিলিং ও সিকিম এলাকায় বেড়ে ওঠা শ্রিংলার জীবনের বিভিন্ন দিক ও কৃতিত্ব তুলে ধরেছেন। ৬ এপ্রিল গ্রন্থের ইংরেজি এবং নেপালি ডিজিটাল ভাষ্যও বেরিয়েছে। খুব শিগগিরই বাংলায় অনূদিত হয়ে বেরোবে ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’।

গ্রন্থকার দীপমালা রোকা ভারতের গ্যাংকটে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক। হর্ষবর্ধন শ্রিংলা ২০১৬-এর জানুয়ারি থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে হাইকমিশনার ছিলেন। সে সময় দুই দেশের মধ্যে সহযোগিতামূলক নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য একনিষ্ঠভাবে কাজ করে প্রশংসিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর