শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জুম বাংলাদেশ ৫ শতাধিক সুবিধাবঞ্চিতকে সাহরি-ইফতার করাচ্ছে প্রতিদিন

মোস্তফা মতিহার

নিম্ন আয়ের শ্রমজীবী ও অসহায়দের মাঝে প্রতিদিন ইফতার ও সাহরি বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশ। প্রতিদিন প্রায় ৫ শতাধিক অসহায় ও অসচ্ছল রোজাদারদের ইফতার করানোর পাশাপাশি তাদের রোজা রাখার সুবিধার্থে সাহরিও বিতরণ করছে সংস্থাটি। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে থেকে পয়লা রমজান থেকেই মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী এই সংস্থা। সংগঠনটির এক ঝাঁক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা দুপুর থেকে ভোর রাতের সাহরি বিতরণের সময় পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে থাকেন। সাহরি ও ইফতারের এই কর্মকান্ডগুলো সবার সামনে তুলে ধরতে জুম বাংলাদেশ সেগুনবাগিচায় একটি অস্থায়ী লাইভ কিচেন স্থাপন করেছে, যেখানে যে কেউ চাইলে সরাসরি তাদের কর্মকান্ড দেখতে পারেন। রাস্তার পাশের ছিন্নমূল, দিনমজুর, ভিক্ষুক, রিকশাচালকসহ শ্রমজীবী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সাহরি বিতরণ করতে পেরে মানসিক তৃপ্তির কথা জানান জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস টি শাহীন প্রধান। তিনি বলেন, প্রতিদিন ৫০০ মানুষের রান্নার কার্যক্রম পরিচালনা করতে আমাদের ভীষণ কষ্ট করতে হয়, তারপরও এই রমজানে আমরা প্রতিদিন ইফতার ও সাহরির কার্যক্রম চালিয়ে যেতে চাই। তাদের এই কার্যক্রম সম্পাদনের জন্য তিনি সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান। স্বেচ্ছাসেবী মনিরুল ইসলাম বলেন, অসহায় ভাসমান রোজাদারদের মধ্যে সাহরি ও ইফতার বিতরণের জন্য আমাদের কর্মকান্ড অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা হয়। এতে আমাদের কোনো ক্লান্তি আসে না। বরং খুব ভালো লাগে। নিজের হাতে সাহরি ও ইফতার দিতে পেরে এতটা তৃপ্তি লাগে। ভালো লাগার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের এই কর্মকান্ডে সমাজের বিত্তবানরা যদি আরও এগিয়ে আসে তাহলে আমরা নিরবচ্ছিন্নভাবে আমাদের এই কর্মকান্ড চালিয়ে যেতে পারব।

উল্লেখ্য, জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রদানের কাজ করে যাচ্ছে। পাশাপাশি হতদরিদ্র, অসহায় ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর