শিরোনাম
রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মধ্যরাতের জংলি আইন বাতিল করতে হবে : রব

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না। এ আইন ব্যবহৃত হচ্ছে সরকারের নিরাপত্তার জন্য। সরকারের অবৈধ শাসন, দুর্নীতি ও লুটপাট সুরক্ষা দিতে এবং বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য এ নিবর্তনমূলক জংলি আইন প্রণয়ন করা হয়েছে। আ স ম রব ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিলের দাবি জানান। গতকাল জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ সব কথা বলেন। কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, কে এম জাবির প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর