সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার ত্রাণ পেয়ে আবেগাপ্লুত আছিয়া

আবদুর রহমান টুলু, বগুড়া

বসুন্ধরার ত্রাণ পেয়ে আবেগাপ্লুত আছিয়া

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করলেন বগুড়ার শেরপুরের হতদরিদ্র আছিয়া বেগম। গতকাল সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পাঠানো খাদ্যসামগ্রী হাতে পেয়ে সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে এ প্রার্থনা করেন তিনি। রমজান ও ঈদ উপহারের দুই বস্তা খাদ্যসামগ্রী হাতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি এ অসহায় নারী। অশ্রুসিক্ত নয়নে মামুরশাহী পূর্বপাড়া গ্রামের আছিয়া বেগম বলেন, ‘একসঙ্গে এত খাবার কখনো কেনার সাধ্য হয়নি। বৃদ্ধ স্বামী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার। অভাব-অনটনে চরম বিপর্যস্ত হয়ে পড়েছি। অন্যের বাড়িতে কাজ করে যে আয় হয় তা দিয়েই কোনোরকমে খেয়ে না খেয়ে সংসার চলে। রোজায় পরিবার-পরিজনের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কেউ দেয়নি। এ ছাড়া ঈদের খাবার নিয়ে খুবই চিন্তায় ছিলাম। আল্লাহর রহমত হইছে বসুন্ধরা গ্রুপ আমাকে এক মাসের খাবার দিয়েছে। এর মধ্যে ঈদের সেমাই-চিনিও আছে।’ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আছিয়া বেগম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যার দীর্ঘ জীবন লাভ করুন। আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন।’ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কালের কণ্ঠ শুভসংঘ। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো।

শুভসংঘের স্থানীয় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদের মজনুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস জামান সরকার মুকুল, সমাজসেবক আবদুস সাত্তার ছামেদ, ওমর ফারুক, সদস্য রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, আবু জাফর, নিলুফা ইয়াসমিন, তোফাজ্জল হোসেন, ফারহান আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৫০ কেজি চাল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি পিঁয়াজ, পাঁচ কেজি আটা, তিন কেজি ছোলা, তিন কেজি চিনি, তিন কেজি মসুর ডাল, তিন লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ ও দুই প্যাকেট সেমাই। বিতরণ অনুষ্ঠানে যুবলীগ নেতা ও ব্যবসায়ী ফেরদৌস জামান সরকার মুকুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টে আছেন। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। বসুন্ধরার মতো হাত খুলে সমাজের অন্য উচ্চবিত্তরাও যদি এগিয়ে আসত, দেশে অভাব থাকত না। আমি বসুন্ধরা পরিবারকে ধন্যবাদ জানাই। বগুড়া জেলা পরিষদের সদস্য ও শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো বলেন, ‘মানুষ মানুষের জন্য। দুঃসময়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এটিই বারবার প্রমাণ করছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তাদের এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। বসুন্ধরা গ্রুপের মতো অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা করছি।’ পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এসব মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর