শিরোনাম
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জাপান মেরিটাইম ফোর্সের দুই যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক

জাপান মেরিটাইম ফোর্সের দুই যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে

জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের দুটি যুদ্ধজাহাজ উরাগা ও আওয়াজি তিন দিনের শুভেচ্ছা সফরে গতকাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আইএসপিআর জানায়, জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছলে নৌ বাহিনীর সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। পরে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌ বাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটির অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিট-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এ ছাড়া জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকগণ চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) এবং নৌ বাহিনী মেরিটাইম মিউজিয়ামসহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয়/ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর