শিরোনাম
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলা একাডেমিতে আলপনা অঙ্কন কর্মশালা

সাংস্কৃতিক প্রতিবেদক

উৎসবে বাড়ির চৌকাঠে, আঙিনায়, বিয়ের পিঁড়িতে, পূজা মন্ডপে ইত্যাদি জায়গায় সাদা আলপনা শৈল্পিক হৃদয়ের সৌন্দর্য পিপাসু মানুষের দ্বারা সমাদৃত বহুকাল থেকে। আলপনা ছাড়া জমেই না যেন বাংলা নববর্ষের অনুষ্ঠান। আর সেই বিষয়টি উপলব্ধি করে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী আলপনা অঙ্কন কর্মশালার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় গতকাল এই কর্মশালার উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের আত্মপরিচয় আছে, সেই জায়গাটি আরও শক্তভিত্তিতে তৈরি করে দিয়েছেন আমাদের শহীদরা। বাঙালির ইতিহাস ঐতিহ্যের লোকধারার সেই নান্দনিকতা প্রকাশেরই অন্যতম মাধ্যম এই আলপনা। নান্দনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এই আলপনা অঙ্কন কর্মশালার আয়োজন। এর আগে আলপনা কর্মশালা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম মিনি। বক্তৃতা করেন একাডেমির সচিব সালাহ উদ্দিন আহাম্মদ। কর্মশালায় ঢাকা ও ঢাকার বাইরের জেলা থেকে ৫০ প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান সঞ্জয় চক্রবর্তী এবং একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক রেজাউল হাশেম রাশেদ।

প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মশালা।

অংশ নেওয়া শিক্ষার্থীদের সবাইকেই প্রদান করা হবে সনদপত্র। পরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নিয়ে ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তিতে আলপনা কর্মশালার আনুষ্ঠানিক সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর