মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ার কারণে দেশে সংকট সৃষ্টি হয়েছে : সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে আজ যত সংকট সৃষ্টি হয়েছে তা সব স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ার কারণে হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন’ শিরোনামে গণতন্ত্র মঞ্চ ঘোষিত ১৪ দফা বাস্তবায়নের দাবি জোরদার করুন ও স্বাধীনতার ঘোষণা বাস্তবায়নের রাষ্ট্র গড়ে তুলুন এবং স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু প্রমুখ। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সাকি বলেন, ৭২ সালে একটি নতুন নির্বাচনের দরকার ছিল। ৭০ সালের গণপরিষদই ৭২ সালের গণপরিষদ হলো। ফলে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে গোড়াতেই একটি স্বৈরতান্ত্রিক কাঠামো তৈরি করা হয়েছে। সেই পরিষদ ক্ষমতার কাঠামো আবার স্বৈরতান্ত্রিকভাবে একজনের হাত দিয়ে হয়েছে। ফলে দেশের ভালো, মন্দ একজনের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করছে। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর