বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিয়োগ জালিয়াতিতে দুই অধ্যক্ষসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুই অধ্যক্ষ ও শিক্ষকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ এবং জাল রেকর্ড তৈরি করে সরকারি ২৫ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি হয়েছে। গাজীপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক এ কে এম তানভীর আহমেদ বাদী হয়ে মঙ্গলবার মামলাটি করেন। আসামিরা হলেন- চান্দনা উচ্চমাধ্যমিক ও কারিগরি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র বর্মণ, গাজীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ হরিপদ চন্দ্র পাল, কারিগরি শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেন, চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজের স্কুল ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হাজী আবদুল বারেক সরকার এবং কমিটির সদস্য আমিনুল ইসলাম। মামলা সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ এবং জাল রেকর্ডপত্র প্রস্তুত করেন।

এ সময় তারা কারিগরি শিক্ষা অধিদফতরের সরকারি ফান্ডের ২৫ লাখ ৭৪ হাজার ৩১৭ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।

দুদকের গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ এবং জাল রেকর্ডপত্র তৈরি করে সরকারি ২৫ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর