বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ উৎপাদনে চলতি বছর রেকর্ড হয়েছে। গত রাত ৯টায় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়; যা দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) শামীম হাসান এ তথ্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। এর আগে ২০২২ সালের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল। পিডিবি জানায়, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এ রেকর্ড। প্রসঙ্গত, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৬ হাজার মেগাওয়াটের বেশি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রচ- বৈশ্বিক সংকটের মাঝেও এই অনন্য অর্জন প্রমাণ করে বাংলাদেশ গত এক যুগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কতটা শক্ত অবস্থান তৈরি করেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর