শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জনতা ব্যাংকের নতুন এমডি আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংকের নতুন এমডি আবদুল জব্বার

রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বতর্মান এমডি মো. আবদুল জব্বার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকটির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বারকে তিন বছরের জন্য চুক্তিতে জনতা ব্যাংকের এমডি নিয়োগে সরকারের সম্মতি জ্ঞাপন করা হলো। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মীনাক্ষী বর্মণ।

গত বছরের ১৭ নভেম্বর  বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি হিসিবে নিয়োগ পান মো. আবদুল জব্বার। তার আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। জনতা ব্যাংকে কর্মকালে প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্স, ক্রেডিট, এফটিডি, এসএমই, রিটেইল কাস্টমার ডিপার্টমেন্ট ও আইটি ডিপার্টমেন্টাল প্রধানসহ শাখা ও এরিয়া প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড লাভ করেন। চাকরি জীবনে দেশে-বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং বিষয়ক বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে বহুবিধ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেন। মো. আবদুল জব্বার ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর