শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

টানা তিন দিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে গতকাল রাত ৯টায়। এ সময় বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। এর ফলে টানা তিন দিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো। এর আগে গত বুধবার রাত ৯টায় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। যা দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড। আর তার আগে মঙ্গলবার রাতে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর পরিচালক (জনসংযোগ) শামীম হাসান এ তথ্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

পিডিবি জানায়, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড।

প্রসঙ্গত, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৬ হাজার মেগাওয়াটের বেশি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রচ বৈশ্বিক সংকটের মাঝেও এই অনন্য অর্জন প্রমাণ করে বাংলাদেশ গত এক যুগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কতটা শক্ত অবস্থান তৈরি করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর