সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দাবদাহের রাতে শেরপুরে কুয়াশা

শেরপুর প্রতিনিধি

দাবদাহের রাতে শেরপুরে কুয়াশা

দেশব্যাপী গরমের তান্ডব চলছে। এতে নাকাল হচ্ছেন মানুষ। এর মধ্যে শেরপুরের বিভিন্ন স্থানে সন্ধ্যায় হালকা কুয়াশা পড়ছে। গভীর রাতে এর মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। কোথায় কোথায় ভারী বা হালকা কুয়াশায় রাস্তায় যান চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে। তবে কুয়াশার অবস্থান স্বল্প সময়ের জন্য হয়। কুয়াশাকালীন গরম সামান্য কমে। তবে, সকালে কুয়াশা ভেঙে সূর্য যত ওপরে উঠতে থাকে তাপের মাত্রা ততই বাড়ে। বৈশাখে এমন কুয়াশা পড়াকে প্রকৃতির খেয়াল বলেছেন অনেকেই। মুরুব্বিরা অনেকেই এটিকে বিরল ঘটনা হিসেবে দেখছেন। জানতে চাইলে শ্রীবরদীর পৌর কাউন্সিলর রাসেল মিয়া বলেন, রাতের বেলা মাঝে-মধ্যেই কুয়াশার কারণে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। মোটরসাইকেলচালক মুকুল, সাহেব আলী ও জোনাব আলী বলেন, কুয়াশার জন্য রাতে চলাচলে সমস্যা হচ্ছে। রাতের দূরপাল্লার বাসচালক মুক্তার আলী, ট্রাকচালক মোবারক ও মোরাদ বলেন, শেরপুরের কিছু স্থানে তিন-চার দিন রাতে কুয়াশা পড়ছে। এতে গাড়ি থামাতে হচ্ছে না। তবে গতি কমিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এটিকে কুয়াশা বলতে রাজি নয় আবহাওয়া বিজ্ঞানী ড. মো. আবুল কালাম মল্লিক।

এটিকে ধোঁয়াশা দাবি করে এ আবহাওয়াবিদ বলেন, আকাশ বেশি মেঘমুক্ত থাকলে রাতে তাপ দ্রুত কমে যায়। মেঘমুক্ত আকাশে রাতে প্রচুর জলীয়বাষ্প ধূলিকণার সঙ্গে মিলে শূন্যে ওড়ার সময় কুয়াশার মতো দেখা যায়। ওটা কুয়াশা নয়, ধোঁয়াশা। আগামী তনি-চার দিনের মধ্যে এই অঞ্চলে আকাশে মেঘ জমবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন কুয়াশার মতো দেখতে এই ধোঁয়াশা কেটে যাবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর