সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
রাজশাহী শিক্ষা বোর্ড

চেয়ারম্যান না থাকায় বেতন-বোনাস পাননি ২২৮ কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডের ২২৮ কর্মকর্তা-কর্মচারী এখনো মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পাননি। চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান অবসরোত্তর ছুটিতে গেছেন। দায়িত্ব দিয়ে গেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলামকে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আর্থিক লেনদেনের ক্ষমতা দেওয়া হয়নি। ফলে এখন পর্যন্ত বেতন বোনাস হয়নি কর্মকর্তা-কর্মচারীদের। শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত ২০ মার্চ অবসরোত্তর ছুটিতে যান চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান। ওইদিন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলামকে। আরিফুল ইসলাম ৩ এপ্রিল আর্থিক লেনদেনের ক্ষমতা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখায় চিঠি দেন। ১০ এপ্রিল এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠান। কিন্তু মন্ত্রণালয় এখনো নতুন চেয়ারম্যান নিয়োগ বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আর্থিক লেনদেনের ক্ষমতা দেয়নি। ফলে বেতন-বোনাস পাচ্ছেন না কর্মকর্তা-কর্মচারীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, দুই দফা চিঠি দেওয়ার পরেও মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় তিনি আর্থিক লেনদেন করতে পারছেন না। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়া সম্ভব হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর