শিরোনাম
সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
রহিমা অপহরণ মামলা

পিবিআইয়ের প্রতিবেদনে বাদীর নারাজি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রহিমা বেগম অপরহরণের ঘটনায় পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদনে নারাজি আবেদন দিয়েছেন মামলার বাদী আদুরী বেগম। তিনি আলোচিত রহিমা বেগমের মেয়ে। গতকাল খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে তিনি এ আবেদন করেন। আবেদন শুনানির জন্য আদালত ৮ মে দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন পারভীন জলি এ তথ্য জনিয়েছেন। জানা যায়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। গতকাল এ মামলার কর্মদিবস ছিল। মামলার আসামিরা পূর্ব থেকেই জামিনে ছিলেন। আদালতে উপস্থিত হলে তাদের জামিন পুনরায় মঞ্জুর করা হয়। মামলার বাদী আদুরী বেগম জানান, আদালতে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটি মনপুত না হওয়ায় আইনজীবীর মাধ্যমে নারাজি আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট রাতে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা থেকে নিখোঁজ হন রহিমা বেগম। এ ঘটনায় রহিমা বেগমকে অপহরণ করা হয়েছে জানিয়ে থানায় মামলা হয়। পরে উদ্ধার হওয়া অর্ধগলিত একটি লাশকে নিজেদের মা দাবি করেন রহিমা বেগমের মেয়েরা। বিষয়টি নিয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুর বোয়ালমারী থেকে রহিমা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর পিবিআই কার্যালয়ে পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, তদন্তে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে এ অপহরণের ঘটনা সাজানো হয়েছে। এ ঘটনায় তারা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর