বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাজশাহীর পাঁচ মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর পাঁচটি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। যেসব মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো নগরীর আরডিএ মার্কেট, সাহেববাজার কাপড়পট্টি, সোনাদীঘি মোড়ের সমবায় মার্কেট, সুলতানাবাদ নিউমার্কেট, হড়গ্রাম মার্কেট।

সোমবার ব্যানার টানিয়ে ও মাইকিং করে এসব মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। মার্কেট পাঁচটির প্রবেশপথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ-সংক্রান্ত চারটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। ব্যানার চারটিতে লেখা ছিল ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘নগরীতে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। সচেতন না হলে যে কোনো মুহূর্তে অগ্নিকান্ড ঘটতে পারে। নগরীর আরডিএ মার্কেট, কাপড়পট্টি, সমবায় মার্কেট, নিউমার্কেট ও হড়গ্রাম মার্কেটে তেমন কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। আমরা এ বিষয়ে বারবার চিঠি দিলেও মার্কেট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। আরডিএ মার্কেটের আশপাশে কোনো পুকুরও নেই। ফলে অগ্নিকান্ড ঘটলে পানির অভাবে আগুন নেভাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর