বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বায়তুল মোকাররমে ঈদে এবারও পাঁচ জামাত

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররমে ঈদে এবারও পাঁচ জামাত

প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদটির সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে ঈদের নামাজের এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার প্রতি এক ঘণ্টা পর পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে। তবে পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে ৪৫ মিনিট পর। অর্থাৎ বায়তুল মোকাররমের শেষ জামাত শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রতিটি জামাতে থাকবেন পৃথক পৃথক ইমাম ও মুকাব্বির। এসব জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। আবার আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভূত হবে। এই জামাতে মহামান্য রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর