শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রাজধানী সুপার মার্কেটে ঈদ বোনাসের নামে চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর টিকাটুলীতে অবস্থিত রাজধানী সুপার মার্কেট থেকে কর্মচারীদের ঈদ বোনাসের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজি চক্রের সদস্যরা প্রতি হোল্ডিং থেকে ১০০০ টাকা করে চাঁদা নিচ্ছে। ওই মার্কেটে ১ হাজার ৭৮৮টি হোল্ডিং রয়েছে। সে হিসাবে চাঁদা উঠেছে ১৭ লাখ ৮৮ হাজার টাকা। এ বিষয়ে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। গতকাল রাজধানী সুপার মার্কেটের কয়েকজন ব্যবসায়ী এসব অভিযোগ করেন। ব্যবসায়ীরা বলছেন, রাজধানী সুপার মার্কেটে বৈধ কোনো কমিটি নেই। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঈদ বোনাসের নামে ১০০০ টাকা করে প্রতি হোল্ডিং থেকে চাঁদা নেওয়া হচ্ছে। না দিলে তার ওপর নির্যাতনের খড়গ নেমে আসছে। আর এসব চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে বিপ্লব, টিটু ও রনি। ঈদকে সামনে রেখে ফুটপাতে ৩৫০টি দোকান বসানো হয়েছে। এসব দোকান থেকে ১ হাজার ৭০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। সে হিসাবে প্রতিদিন প্রায় ৬ লাখ টাকা উঠছে। এ কারণে ক্রেতারা মার্কেটের ভিতরে প্রবেশ করতে পারছে না। অনেক ক্রেতা ফুটপাত থেকে পণ্য কিনে নিচ্ছে। ফলে ব্যবসায়ীদের বিক্রি কম হচ্ছে। এর আগে, মার্কেটে ফ্যান লাগানোর কথা বলে প্রতিটি হোল্ডিং থেকে ১০ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়। সে হিসাবে মার্কেট থেকে চাঁদা উঠেছে ১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা। এসব টাকার সামান্য খরচ করে বাকি টাকা নিজেদের পকেটে ভরছে বিপ্লব ও তার লোকজন বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ীরা।

এ বিষয়ে রাজধানী সুপার মার্কেটের আহ্বায়ক হাজী আবু নাসের সেন্টু বলেন, এখন আমার কোনো দায়িত্ব নাই। মার্কেটের সব দায়িত্ব বিপ্লবদের। তারাই এ বিষয়ে বলতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর