শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাড়ির মালিক খুনের ঘটনায় ভাড়াটিয়া দম্পতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে হাত-পা বেঁধে বাড়ির মালিককে খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক দম্পতিসহ তিন গার্মেন্ট কর্মীকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। তাদের মধ্যে দুজন গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়ার মৃত শাহীন শাহর ছেলে জাকির হোসেন (৩৮), তার স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদরের বিজেশ্বর এলাকার মৃত আবদুল কুদ্দুস চৌধুরীর মেয়ে হাবিবা চৌধুরী (২৭) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার সেলিম ভুইয়ার ছেলে আরিফ ভুইয়া (৩৬)। তারা সবাই গাজীপুরের কাশিমপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার দিদারুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ি এলাকায় বাবার বাড়িতে থেকে বাড়ির দেখাশোনা করতেন আবদুল মান্নানের মেয়ে মনোয়ারা বেগম ওরফে রেখা (৪০)। এ বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন জাকির-হাবিবা দম্পতি। এ দম্পতির কাছে দাদন দেওয়া ১ লাখ টাকার সুদসহ দুই মাসের বকেয়া বাড়ি ভাড়া বাবদ মোট ৩০ হাজার টাকা পান বাড়ির মালিক রেখা। ১৫ এপ্রিল ওই পাওনা টাকা চাইতে গিয়ে নিখোঁজ হন তিনি। এর প্রায় ৩০ ঘণ্টা পর পরদিন সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় রেখার বস্তাবন্দি লাশ জাকির-হাবিবা দম্পতির তালাবদ্ধ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাকির-হাবিবা দম্পতিকে সিরাজগঞ্জ ও আরিফকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল তাদের আদালতে পাঠানো হলে জাকির ও আরিফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর