বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নৌকার পাটাতনের নিচ থেকে ৪ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারকালে নৌকার পাটাতনের নিচ থেকে জব্দ করা হয়েছে ৪ লাখ ইয়াবা। মঙ্গলবার রাত ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার আলুগোলা এলাকায় নাফ নদ থেকে এগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল নাফ নদে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আলুগোলা এলাকায় নাফ নদে একটি নৌকা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নিচে বস্তাভর্তি ৪ লাখ ইয়াবা পাওয়া যায়। অবৈধ মাদকদ্রব্য বহনের কারণে নৌকাটিও জব্দ করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, জব্দ কাঠের নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করার প্রক্রিয়া চলছে।

আর ইয়াবাগুলো ব্যাটালিয়নের গুদামে থাকবে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর